রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
শেখ আবু সালেহ্ কাব্যিক আকাশ
জীবন মানে সংগ্রামের এক রাজ পথেতে চলা,
জীবন মানে সকাল থেকে সন্ধ্যার একটি বেলা।
জীবন হলো ভূবন বৃক্ষের তুচ্ছ একটি পাতা,
কখন কেরে যাবে ঝরে কেউ জানেনা বার্তা।
জীবন হলো না লেখা এক বাস্তব উপন্যাস,
যার মাঝে সবি আছে সুখ-দুখ ও বিনাশ।
জীবন মানে মরণ সনে যুদ্ধ করে বাঁচা,
ভূবন নামের মহা বৃক্ষে জীবনটা পরগাছা।
জীবন হলো দমের গাড়ী দম ফুরালেই শেষ,
চিরতরে আপন হবে অচিন কালো দেশ।
জীবন হলো কচু পাতার একটি পানির ফোটা,
জীবন মানে মরণ পানে অজান্তে তার ছোটা।
জীবন মানে চাওয়া-পাওয়া নেইরে যার অন্ত,
জীবনটা কাঁর খুঁজেনা উত্তর থাকতে ভবে জ্যান্ত।
জীবন হলো পৃথ্বী ওয়ালার একটি খেলার পাত্র,
মরণ যাকে করতে আপন খুঁজে সদা সূত্র।
দুই হাতে আর দুই কাঁধেতে ভীষণ ভারী বোঝা,
মাথার উপর আরেকটি তার হাটতে পারেনা সোজা।
তবুও তাকে হাটতেই হবে নেই সাহায্যের জন,
এমন লোকের হালটি যেমন-
এরি নাম জীবন।
নাইমুল ইসলাম নাইম, গোপালগঞ্জ থেকে, কালের খবর :/৫/৩/১৮