মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুই জেলায় চাঞ্চল্যকর হত্যা বস্তাবন্দী লাশ ও ছেলে হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব-১০। কালের খবর জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরাও সহযোদ্ধা। কালের খবর বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ। কালের খবর পানছড়ি সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। কালের খবর যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ও আ. লীগ নেতা আল আমিন গ্রেপ্তার। কালের খবর ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত। কালের খবর ভারী বর্ষণে ডেমরায় ডুবছে সড়ক ও নিম্নাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠানেও জমছে পানি। কালের খবর সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের জেল! কালের খবর মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ। কালের খবর মা‌টিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। কালের খবর
ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা। কালের খবর

ইসরাইয়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল মাটিরাঙ্গা। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পাহাড়ী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা। গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ও মসজিদুল আকসা পুনরুদ্ধারে এবং মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে মাটিরাঙ্গায় বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা। এসময় ফিলিস্তিনে মানুষ মরে-জাতিসংঘ কি করে, মুসলমানের রক্ত-বৃথা যেতে দেবনা, স্লোগানে উত্তাল হয়ে উঠে মাটিরাঙ্গার জনপদ।

সোমবার (৭ এপ্রিল) বিকাল তিনটার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হাজারো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ, গোমতি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. শামীম হোসেন ফারুকী, গাজীনগর জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল জলিল, ক্বওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাও. আক্তারুজ্জামান ফারুকী ও মো. রহিম উল্ল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।

ইসরায়েলের গণহত্যাকে মানবতাবিরোধী উল্লেখ করে সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, গাজায় দীর্ঘ ১৮ মাস ধরে নিরীহ ফিলিস্তিন মুসলমানদের উপর দখলদার ইসরাইল নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে। শিশু-কিশোর নারী, বয়োবৃদ্ধ কাউকে ছাড় দিচ্ছেন না ইসরাইল। গাজাকে ধ্বংসের নগরীতে পরিনত করা হয়েছে। এরকম বর্বরতা বিশ্ব এর আগে দেখিনি। ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

মানববন্ধন শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com