মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কর্মসংকট ও জাতীয় কর্মসংস্থানে কৌশলগত অপরিহার্যতা। কালের খবর বিশ্বসেরা ইসলামী ব্যাংক বির্নিমানে রাষ্ট্রীয় প্রয়াস। কালের খবর হাউস ক্যাম্পেইনে জনসংযোগে ব্যস্ত জামায়াতের মনোনীত চট্টগ্রাম-১১ আসনের আগামীর এমপি প্রার্থী জনাব শফিউল আলম। কালের খবর সম্মিলিত ইসলামী ব্যাংক : দুর্বলতার সমাধি থেকে দেশের ব্যাংক খাতে শক্তিশালী সত্তার জন্ম। কালের খবর সীমান্ত হত্যা বন্ধ ও ৫৪ টি নদীর পানির ন্যয্য হিস্যা আদায়ে সরকার কে উদ্যোগ নেওয়ার আহবান। কালের খবর জামায়াতে ইসলামির সাইনবোর্ড কমিটি গঠিত : ডা: রেজাউল সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান সেক্রেটারি সাংবাদিক আখিনুর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত। কালের খবর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: রাষ্ট্রপতি জিয়া ও বেগম জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী ধারার অভিযাত্রা। কালের খবর ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের দলীয় কার্যালয় উদ্বোধন। কালের খবর সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে জনতার ঢল: অভিযোগ শুনেই ব্যবস্থা নিলেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। কালের খবর কেন্দ্রীয় ডিজিটাল ওয়ার রুম ও আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচন। কালের খবর
সখীপুরে হত্যা মামলার রহস্য উন্মোচন -আসামি গ্রেপ্তার। কালের খবর

সখীপুরে হত্যা মামলার রহস্য উন্মোচন -আসামি গ্রেপ্তার। কালের খবর

 

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুর ওড়নার কাপড় দিয়ে হাত পা হাত ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর)সখীপুরে অটোচালক হত্যা মামলার আসামি শনাক্ত করে দ্রুত আসামি গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,চাঞ্চল্যকর হত্যা মামলার বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সার্বিক তত্ত্বাবধানে হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করা হয়।মামলার বিবরণ অনুসারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে সখীপুর থানার ইনস্পেক্টর সালাউদ্দিন( তদন্ত)নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে ঢাকা কাশিমপুর গাজীপুর ঢালাইসিটি এলাকা থেকে লালমনিরহাট কালীগন্জ থানার গোপালরায় গ্রামের মনিরুল হোসেনের স্ত্রী শরিফা(৩৬)কে গ্রেপ্তার করে।
শরিফার তথ্যমতে,পিরোজপুর কাউখালী থানার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে বাহার হোসেন কাজল (৫৭)কে এবং টাঙ্গাইল সখীপুর উপজেলার ঘেচুয়া শান্তিনগর রকমানের বাড়ি এলাকার আ:রহমানের ছেলে মো:খোকন মিয়া(৩৬)কে ঢাকা আশুলিয়া কুরগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে।পরে তাদের তথ্যের ভিত্তিতে নরসিংদী শিবপুর উপজেলার দত্ত গাও ভিটিপাড়া সালামত খাঁ ছেলে মোকলেসুর রহমান মুকুল(৫৪)কে গাজীপুর কাশিমপুর ল্যাবওয়ান হসপিটালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য :সখীপুরে (২৯ অক্টোবর) কালমেঘা বেলতলী এলাকায় জঙ্গলের ভিতর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রেস কনফারেন্সে জানান,আলোচিত হত্যা মামলার আসামিরা পূর্বে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। তিনি আরও বলেন, চুরি -ছিনতাইয়ের বিষয়টি কারাগারে বসে পরিকল্পনা করে।ধৃত আসামিদের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com