শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, কালের খবর :
চট্টগ্রাম নগরীর খুলশী থানার অভিযানে ৬০ বোতল বিদেশী মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও ২ জন পলাতক রয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন সর্দার বাহাদুর নগরের দিদারুল আলম ভিলার ৫নং বাসার ভিতর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ঐ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন খুলশী থানা পুলিশ।
জব্দকৃত ৬০ বোতল বিদেশী মদের বাজার মূল্য ৬ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামি শরীফ হোসেন মীরশ্বরাই থানাধীন ফুলমুগরার বুজন নগরের মুক্তার বাড়ীর কামাল উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি রুবেল হাওলাদার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধৃত আসামি শরীফের বাসা থেকে ৬০ বোতল বিদেশী মদ উদ্ধার করিছি।