শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি : শায়েস্তাগঞ্জের ওসিকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে বদলি। কালের খবর

সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি : শায়েস্তাগঞ্জের ওসিকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে বদলি। কালের খবর

কালের খবর  প্রতিবেদন : 

শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশ ডে পালনে সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামালকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সোমবার এ আদেশ দেন। নাজমুলকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালকে বিভাগীয় নিয়মশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড, অসদাচরণ ও দুর্নীতির দায়ে কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। বিধি মোতাবেক তিনি খোরাকি ভাতা অন্যান্য সুবিধাদি পাবেন।

এর আগে সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ওসির চাঁদা দাবির অভিযোগের সত্যতা পায়। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) নাছির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হককে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি করেন।

জানা গেছে, উভয় কমিটি শনিবার থেকে সরেজমিন তদন্ত শুরু করে চাঁদা দাবির অভিযোগের সত্যতা পেয়েছে।

প্রসঙ্গত, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম (এডমিন), স্কয়ার ডেনিমস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তাফরিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে সহযোগিতা চেয়ে পৃথক তিনটি চিঠি লেখেন।

চিঠিতে শারদীয় দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশ ডে উপলক্ষ্যে উল্লিখিত তিন প্রতিষ্ঠানের কাছে সাড়ে তিন লাখ টাকা করে মোট সাড়ে ১০ লাখ টাকা চাওয়া হয়।

এ নিয়ে ১৪ অক্টোবর ‘শায়েস্তাগঞ্জে পূজা উদযাপন, সাড়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ওসির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই সিলেট রেঞ্জ ডিআইজিসহ জেলা পুলিশের শীর্ষ পর্যায় থেকে তদন্তের প্রক্রিয়া শুরু করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com