মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষক মদপান করে সাজা ভোগ করায় এলাকাবাসীর ক্ষোভ। কালের খবর ইলিশ রক্ষা অভিযান : পদ্মা নদীর শিবচরে অবৈধ জাল থেকে মৃত ডলফিন উদ্ধার, ৬০ হাজার মিটার জাল ধ্বংশ। কালের খবর ১৪ মাসে কুরআনের হাফেজ ৯ বছরের শিশু। কালের খবর সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ড কৃষক দলের অস্থায়ী কার্যালয় উদ্বোধন। কালের খবর মহাসড়কে সুশৃঙ্খলা ফেরাতে বিশেষ ব্যবস্থা অতিরিক্ত ডি আই জি বসুনিয়া। কালের খবর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা : পুরুষদের জন্য ৩৫ বছর ও নারীদের ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। কালের খবর গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচার হবে : নাহিদ ইসলাম। কালের খবর ছাত্র-জনতার আন্দোলন : মামলা ১৬৯৫, ৭৪ হাইপ্রোফাইলসহ গ্রেপ্তার ৩১৯৫। কালের খবর সিলেটে অর্ধ কোটি টাকার চোরাচালানের পন্য জব্দ। কালের খবর মাটিরাঙা ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাক্তন ছাত্র সংসদের সম্মেলন অনুষ্ঠিত। কালের খবর
মুজিব একটি জাতির রূপকার”-চলচ্চিত্রটি গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে প্রদর্শনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। কালের খবর

মুজিব একটি জাতির রূপকার”-চলচ্চিত্রটি গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে প্রদর্শনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। কালের খবর

গোপালগঞ্জ প্রতিনিধি, কালের খবর : 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি আগামী ১৩ অক্টোবর ২০২৩ তারিখে দেশব্যাপী মুক্তি পাবে। গোপালগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্মৃতিধন্য জেলা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা হওয়ার সুবাদে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের অক্লান্ত চেষ্টায় গোপালগঞ্জবাসী সম্পূর্ণ বিনামূল্যে চলচ্চিত্রটি দেখার সুযোগ পাবেন। গোপালগঞ্জ জেলায় আধুনিক মানের সিনেমা হল না থাকায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৩ অক্টোবর উদ্বোধনের দিন হতে গোপালগঞ্জ জেলা সদরের ৭০০ আসন বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত “শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তন” এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩০০ আসন বিশিষ্ট উপজেলা মিলনায়তনে সর্বসাধারণের জন্য চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত প্রদর্শনীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সকল শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন। চলচ্চিত্রটির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, “সিনেমাটি নির্মাণের শুরুতে কিছু বাঁধা এসেছিলো, তবুও এটি শেষ হয়েছে। দেশবাসীর কাছে আমার আহবান, আপনারা এ সিনেমার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আমার পরিবার, মা-বাবা সম্পর্কে জানতে পারবেন। যে ইতিহাস কখনো শোনেননি, তাও উঠে এসেছে এ সিনেমায়।” এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ, ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি গোপালগঞ্জ সদর এবং টুঙ্গিপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রদর্শনের জন্য জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। প্রতিদিন ৪টি শো প্রদর্শন করা হবে। প্রথম শো সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ২য় শো দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, ৩য় শো বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চতুর্থ শো প্রদর্শিত হবে। প্রদর্শিত স্থানে ইতোমধ্যেই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে দর্শনার্থীদের সাথে স্মার্টফোন (ক্যামেরা সম্বলিত মোবাইল ফোন) না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। এদিকে “মুজিব একটি জাতির রূপকার” চলচ্চিত্রটি গোপালগঞ্জ জেলাবাসীর মাঝে অদ্য শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় টুঙ্গিপাড়া উপজেলা মিলনায়তনে যথাযথভাবে প্রদর্শনের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। তিনি বলেন, চলচ্চিত্রটি আধুনিক সিনেমা হলে গিয়ে দেখতে নূন্যতম ৪০০ টাকা মূল্যের টিকেট কেটে দেখতে হতো। জাতির পিতার জন্মভূমি, পূণ্যভূমি, গর্বিত গোপালগঞ্জবাসী তা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. আলাউল ইসলাম, সহকারী কমিশনার মো. আরিফ হোসেন, সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্চারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com