শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কালের খবর : চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশ কর্তৃক গত ২০ সেপ্টেম্বর ২০২৩ইং ইপিজেড থানাধীন দক্ষিন হালিশহর সিমেন্ট ক্রসিং আমির আহম্মদ সওদাগরের বাড়ি”মোঃ মোশারফ হোসেন এর বিল্ডিংয়ের নিচতলার পার্কিং হইতে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার।
গত ২০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার পর হইতে একই তারিখ ভোর অনুমান ০৪.৪৫ ঘটিকার পূর্বে যেকোন সময়ে অজ্ঞাতনামা চোর/চোরেরা ইপিজেড থানাধীন মোঃ মোশারফ হোসেন এর (৩৬), পিতা-মোঃ আবছার মেম্বার, মাতা-রওশন আরা বেগম, সাং-আমিরআহম্মদ সওদাগরের বাড়ি, দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং, পুরাতন সাইট পাড়া, ডাকঘর-সেইলর্স কলোনী-৪২১৮, থানা- ইপিজেড, জেলা-চট্টগ্রাম এর বাসার নিচতলার পার্কিং হইতে তাহার ব্যবহৃত একটি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটর সাইকেল,যাহার রেজিস্ট্রেশন নং-চট্টমেট্রো-ল-১৯-২৭৮০, চেসিস নং- জগইখ-ঊউ১১ঋ-১১৭৬১২ এবং ইঞ্জিন নং- ইএঅ১-৮৮২৯২৩, মূল্য ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায়।
পরবর্তীতে বাদীর এজাহারের ভিত্তিতে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে ইপিজেড থানার মামলা নং-১৪, তারিখ- ২২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজুর পর উপ-পুলিশ কমিশনার শাকিলা সুলতানা (বন্দর জোন) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান (বন্দর জোন) ও অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন, এবং তদন্ত মো: নুরুজ্জামান, ইপিজেড থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মহসীন সরদারসহ ইপিজেড থানার অফিসার ও ফোর্সসহ সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত ১। আব্দুল্লাহ লোকমান (২৩), পিতা-সাহাবউদ্দিন, মাতা- সাজু বেগম, সাং- বশির কমান্ডারের বাড়ী, ঠাকুরডি, জলমপুর বাজার, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- জামতলা, ব্যাংকের মাঠ, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। জাহিদুল ইসলাম প্রঃ জিসান (২৫), পিতা-মোঃ মফিজুর রহমান, মাতা- জাহেদা বেগম, সাং-ডাওরী, হাজী মেম্বারের বাড়ী, পোষ্ট-ডাওরী, থানা-লাল মোহন, জেলা-ভোলা, বর্তমানে- রেডিসন বুলু ক্লাবের পাশের হামজারবাগ ডিশ শফির টিনসেড ভাড়া ঘর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামদ্বয়কে বায়েজিদ বোস্তামি থানাধীন আতুরার ডিপো ও বাংলাবাজার এলাকা হতে গ্রেফতারপূর্বক মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদে তাহারা মামলার ঘটনার তারিখ ও সময় ২০/৯/২০২৩ ইং তারিখ ভোর বেলায় মামলার ঘটনায় চোরাই যাওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি চুরি করে তা বিক্রির জন্য অপর মোটরসাইকেল চোর ৩। ইব্রাহিম হোসেন জিসান (২০), পিতা-মোঃ নুর হোসেন, মাতা-হাজেরা বেগম, সাং-বকসুনগর, মফজল আহমদ সওদাগরের বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামের নিকট বিক্রি করে মর্মে জানায়। তখন বায়েজিদ বোস্তামী থানাধীন বকসুনগর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মোটরসাইকেল চোর ইব্রাহিম হোসেন জিসান (২০)কে গ্রেফতার পূর্বক মামলার চোরাই যাওয়া মোটরসাইকেলের অবস্হান সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে উক্ত মোটরসাইকেলটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন পোমরা শান্তিরহাট এলাকার মোটরসাইকেল চোর ৪। মোঃ রুবেল (২১),পিতা- মোঃ আমান আলী, মাতা- মনোয়ারা বেগম, সাং- মালিরহাট, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম এর মাধ্যমে মোটরসাইকেল চোর ৫। নাজিম উদ্দীন (২৮) পিতা- ছৈয়দুর রহমান, মাতা- জারিয়া বেগম, সাং- সিকদারপাড়া, উত্তর পোমরা, শান্তিরহাট, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম এর নিকট বিক্রয় করে মর্মে জানায়। তখন উল্লেখিত আসামীদের নিয়া মামলার বাদীসহ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন পোমরা মালিরহাট এলাকা ও সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত মোটরসাইকেল চোরদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের দেখানো ও মামলার বাদীর সনাক্তেমতে মামলার ঘটনায় চোরাই যাওয়া মোটরসাইকেলটি রাঙ্গুনিয়া থানাধীন পোমরা শান্তিরহাট খতিব পাড়া¯’ আহাম্মদ সাফার বসতঘরে পিছনের রান্নাঘরের ভিতর হইতে সকাল ০৮.৪৫ ঘটিকার সময় উদ্ধার করা হয়।
পরবর্তীতে মামলা সংক্রান্ত সকল কার্যক্রম শেষ করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ধৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে ও জানান অফিসার ইনচার্জ ইপিজেড থানা।