শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
আব্দুল হামিদ, জেলা প্রতিনিধি, কালের খবর :
মাডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিপন আহমেদ ওরফে শোয়েফ আহমেদ শরিফুল কে গ্রেফতার করেছে বড়লেখা থানার একটি টিম,
শিপন আহমেদ (৪৫) বড়লেখা থানার মুদৎ পুর এলাকার পিতা মৃত আখদ্দস আলীর ছেলে।
এলাকা সূত্রে জানা যায়,প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে বড়লেখা বণিক বাজার ও ফকির বাজারে পাশে কসাই এর দোকান থেকে ছুরি নিয়ে মৃত জমির হুসেন ছেলেকে বিলাল আহম্মদ ঠান্ডা মাথায় হত্যা করে এবং তা এখানে নিশ্চিত করে পালিয়ে যায়। পড়ালেখা থানায় মামলা নাম্বার ৬ তাং ১২ মে ২০০২ সালে এ গঠনের এ ঘটনাটি ঘটে দীর্ঘ ২১ বছর পালিয়ে থাকা আসামিকে খুঁজছিলো পুলিশ।
বড়লেখা থানার সূত্রে জানা যায় এ এস আই মোঃ আবু তালেব নেতৃত্বে একটি টিম গঠনে ছিলেনএ এস আই আঃরহিম ও কং ৫৭৮ রনজিৎএবং এন্টি টেররিজম( ATU) ইউনিট ঢাকা এর সহায়তায় গত ১৬ সেপ্টেম্বর ২৩ ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে
মাডার মামলার আসামি শিপন আহমদ ওরফ ছয়েফ শরিফ কে ঢাকার আশুলিয়া এলাকায় তথ্য প্রযোক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতার করলাম।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে পরে বড়লেখা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়।