শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : গোপন সংবাদের ভিত্তিতে র্্যাব -১৪ সিপিসি -২ ভৈরব ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে মোঃ শফিকুল ইসলাম (৩২)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্্যাব সদস্যরা।
মঙ্গলবার ০৫ জুলাই বিকাল ৩:৫০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম পাড়া সোনাপুর গামী পাকা রাস্তার উপর র্্যাবের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে একটি সি এন জি তল্লাশি করে সি এন জিতে রক্ষিত ১৮১ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম কে আটক করা হয়েছে। এ সময় উক্ত মাদক ব্যবসায়ী সহ ফেনসিডিল বহনকারী সি এন জি টি কেও আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মৃত আব্দুল গফুর ভূঁইয়ার ছেলে।
এ বিষয়ে র্্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী র্্যাবের প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় গ্রেফতারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে মাদক দ্রব্য ক্রয় করে এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছিল। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী আশুগঞ্জ থানায় একটি মামলা দায়েরের মাধ্যমে তাকে পুলিশে সোপর্দক করা হয়েছে।