শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
মাদারীপুর থেকে মোঃ রুবেল মাহমুদ, কালের খবর : মাদারীপুরের রাজৈরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।উপজেলার কবিরাজপুর গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে মাহবুব মিয়া (৩৫) মঙ্গলবার সকালে এবং একই ইউনিয়নের কাঁচাবালি গ্রামের বাবুল মাতুব্বরের মেয়ে রিয়া মনি (২২) সোমবার রাতে মৃত্যুবরন করেছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার কবিরাজপুর গ্রামের মাহবুব মিয়া জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ডায়াগনষ্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ হয়।এ অবস্থায় তিনি নিজ বাড়িতেই ছিলেন। সোমবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু ঘটে। অপরদিকে কাঁচাবালি গ্রামের বাবুল মাতুব্বরের মেয়ে রিয়া মনি জ্বরে আক্রান্ত হলে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ হয়। এ অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউ এইচ এন্ড এফ পিও ডাঃ খন্দকার আমেনা নুসরাত জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর আমার জানা নেই।আমাদের এখানে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ১২ জন মহিলা। এখানে এখনও কেউ মারা যায়নি।
রাজৈর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, ডেঙ্গু সম্পর্কে আমরা সচেতনতামূলক কর্মসূচী পালন করব। এছাড়াও এডিস মশা নিধনের ব্যাপারে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করার ব্যবস্থা করা হবে।
মাদারীপুর সিভিল সার্জন ডাঃ মুনীর আহমেদ খান জানান, মাদারীপুরের বাইরে চিকিৎসা নেওয়ায় এ তথ্য আমাদের জানা নেই। তবে জ্বর হলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং রক্ত পরীক্ষা করাতে হবে। এছাড়াও বাড়ির আশেপাশে যেন এডিস মশা বংশ বিস্তার করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।