শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসের প্রতিনিধি দল কর্তৃক রাজনৈতিক দল গনঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার দলীয় কার্যালয় পরিদর্শন করেছেন।
গত রবিবার (৭ মে ) বেলা ১১টার সময় কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল শহরের পুরান থানা টিনপট্টি এলাকায় অবস্থিত দেশের অন্যতম রাজনৈতিক দল গনঅধিকার পরিষদ কিশোরগঞ্জের দলীয় কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় জেলা গনঅধিকার পরিষদ কার্যালয়ে উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক মোঃ আবু হানিফ, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবীর, গন অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন লিটন, গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব মুখলেসুর রহমান উজ্জ্বল, জেলা যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, জেলা যুগ্ন সদস্য সচিব ইকরাম হোসেন, জেলা যুগ্ন আহ্বায়ক অভি চৌধুরী, গন অধিকার পরিষদ কটিয়াদী উপজেলার আহ্বায়ক সৈয়দ আলী-উজ্জামান (মহসিন), গন ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জহির ফয়সাল, কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিবুল হাসান ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গনঅধিকার পরিষদের সহস্রাধিক নেতাকর্মীগন দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। জেলা নির্বাচন অফিস থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা ঘন্টা ব্যাপী উক্ত রাজনৈতিক দলের অফিসের বিভিন্ন নথিপত্র , জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের সকল প্রকার তথ্য ও আনুষাঙ্গিক সকল বিষয় গভীর ভাবে পর্যবেক্ষণ করেন। জেলা গনঅধিকার পরিষদের আহবায়ক নাসির উদ্দিন লিটন দলের নেতৃবৃন্দদের উপস্থিতিতে প্রতিনিধি দলের নিকট তাদের দলের সকল প্রকার তথ্য পাথ্য উপস্থাপন করেন। জেলা নির্বাচন অফিসের প্রতিনিধি দল জেলা গনঅধিকার পরিষদের সকল প্রকার নথিপত্র যাচাই-বাছাই শেষে গনঅধিকার পরিষদের সার্বিক কর্মকাণ্ডের প্রাপ্ত তথ্যাদির উপর সন্তোষ প্রকাশ করে গনঅধিকার পরিষদের দলীয় কার্যালয় ত্যাগ করেন।