শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। কালের খবর ফ্যাসিস্ট আ.লীগের নেতা মোঃ কামরুল ইসলাম নান্টুর রাজধানী ঢাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ পতিতা, মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। কালের খবর
কিশোরগঞ্জের ইটনায় ইব্রাহিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। কালের খবর

কিশোরগঞ্জের ইটনায় ইব্রাহিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, ব্যূরো প্রধান কিশোরগঞ্জ,কালের খবর : কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের গোয়াড়া এলাকায় পুলিশের উপর হামলাকারী মামলার এজাহার ভুক্ত মামলা নং (০৫) (তারিখ ১৯-১২-২০২০) দুই আসামির কর্তৃক হামলার শিকার হয়ে নিহত হয়েছে ইব্রাহিম নামের এক যুবক। ইব্রাহিম হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় গোয়ার এলাকায় মানববন্ধন করেছে নিহত ইব্রাহিমের পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায় এলাকার চিহ্নিত বিভিন্ন অপরাধের মূল হোতা পুলিশের উপর হামলাকারী মামলার এজাহার ভুক্ত আসামি ধনু তালুকদার ও তার পুত্র রাজন মিয়া সহ চিহ্নিত ২৪ জন মিলে গত ঈদুল ফিতরের দিন (২২-৪-২০২৩) সকাল ১০ ঘটিকায় রাজন গংরা ইব্রাহিম কে রাস্তায় তাহের খার দোকানের সামনে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার সময় তাকে উদ্ধার করতে আসা লিয়াকত আলী,তমজীত মিয়া, মনজুর আলী, হারুন মিয়া, গুরুতর আহত হয়। পরবর্তীতে এলাকাবাসী তাদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ইব্রাহিমকে মৃত ঘোষনা করেন দায়িত্বরত চিকিৎসক। আহত অন্যান্যদের হাসপাতালে চিকিৎসা অবস্থায় রয়েছেন। এই ঘটনায় ইটনা থানায় নিহত ইব্রাহিমের মা ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৬ তারিখ ২৪-৪-২০২৩। নিহত ইব্রাহিমের মা সামছুন্নাহার ও তাদের পরিবারের লোকজন বলেন গত ছয় মাস পূর্বে রাজনের সাথে আমার ছেলের খেরামখেলা নিয়ে তর্ক বিতর্কের কারণে সাতদিন পর্যন্ত আমাদের গৃহবন্দী করে রেখেছিল ধনু তালুকদারের পরিবারের লোকজন । স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা বিষয়টি মীমাংসা করার জন্য ধনুর পরিবারের লোকজনকে অনুরোধ করলে ও তারা তা মীমাংসা করেনি তার জেরধরে ইব্রাহিমের কর্মস্থল ঢাকার নিমতলী এলাকায় বসবাসরত ধনু তালুকদারের লোকজন আমাদের উপর কয়েক বার হামলার চেষ্টা করে। আমরা ঈদে বাড়ীতে আসলে ইব্রাহিমকে হত্যা করে তারা ক্লান্ত হয়নি। পুনরায় তারা ঢাকা নিমতলীর ওই বাড়ীতে ও যেকোনো সময় তাদের আত্মীয়দের দিয়ে হামলা করাতে পারে ফলে আমরা জান মালে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ইব্রাহিম হত্যার পর থেকে উক্ত এলাকায় ইটনা উপজেলার বাদলা তদন্ত কেন্দ্রের এস আই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে নিরাপত্তা দায়িত্বে রয়েছে তিনি বলেন বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন ধরনের সমস্যা নেই রায়টুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক খান মিল্কি ( বাবু) সাংবাদিকদের জানান ইব্রাহীম হত্যা কান্ডটি নিন্দানীয় এই হত্যাকাণ্ড সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। এই ব্যাপারে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম মোল্লা সংবাদ মাধ্যম কে জানান থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com