আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাতির প্রস্তুতিকালে কটিয়াদী মডেল থানার পুলিশ এক অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ নাম্বার বিহীন একটি পিকআপ ও ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লোহাজুরী ইউনিয়নের অরিয়াধর বাজারের পাশ থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃত ১।ওমর বিশ্বাস (৪৭) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের সুরেশ বিশ্বাসের ছেলে, ২।নূর ইসলাম (২৬) একই গ্রামের মালেক মিয়ার ছেলে এবং ৩।সুমন (৪০) একই উপজেলার মেরাতলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লোহাজুরী ইউনিয়নের অরিয়াধর বাজারের পাশে পাইকানগামী তিনরাস্তার মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার পুলিশ এক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় ডাকাত দলের সদস্য কটিয়াদী উপজেলার সুজন মিয়া (৩১), সাদ্দাম মিয়া (৩৭), গোলাম কিবরিয়া (৩৮) পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত নাম্বার বিহীন টাটা পিকআপে অনুসন্ধান চালিয়ে এ সময় একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি বড় আকারের ছুরি এবং রিকশার চেসিসের খন্ডিত অংশ জব্দ করা হয়। গতকাল বুধবার বিকালে কটিয়াদী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরক্তি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ঘটনাটি সংবাদ মাধ্যম কে অবহিত করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার বিকালে কিশোরগঞ্জ আদালতে সৌপর্দ করা হয়েছে।