সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : র্্যাবের একক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গত ১৯ জানুয়ারি-২৩ ইং কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানাধীন রামদী ইউনিয়নের মুজরাই গ্রামের এক অসুস্থ স্কুল শিক্ষিকাকে দেখতে এসেছিল কয়েকজন স্কুল ছাত্রী। ছাত্রীরা সেখান থেকে বাড়ি ফেরার পথে তাদের পথরোধ করে দীর্ঘ সময় উত্ত্যক্ত করে কয়েকজন বকাটে। বিষয়টি জানার পর ঐ বখাটেদের অভিভাবকদের কাছে গিয়ে নালিশ দেন অসুস্থ শিক্ষিকা হাসিনা বেগমের প্রতিবেশী আনিছা বেগম (৪০)। পরবর্তীতে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বকাটেরা আনিছা বেগমের বাড়ি গিয়ে তাকে খুঁজতে তাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের শব্দ শুনে আনিছা বেগমের স্বামী আবু বক্কর (৫৫) বাড়ির বাহিরে আসলে বখাটেরা তাকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনার পর এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে বখাটেদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। উক্ত বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উক্ত ঘটনায় কুলিয়ারচর থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। যার ফলশ্রুতিতে র্্যাব বখাটেদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্্যাব- ১৪ সিপিসি -২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খাঁনের নেতৃত্বে র্্যাবের একটি অভিযানিক দল বুধবার রাত ১২:২০ মিনিটের সময় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন জোয়ারিয়া এলাকা থেকে উক্ত মামলার এজাহার নামীয় আসামি মোঃ আলম মিয়া (৪২) পিতা: মৃত মোহাম্মদ আলী, গ্রাম: মুজরাই (মধ্যপাড়া),থানা: কুলিয়ারচর, জেলা: কিশোরগঞ্জ কে গ্রেফতার করে।
র্্যাব আরো জানায় যে র্্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি র্্যাব কে জানায় যে বর্ণিত ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হওয়ায় এবং এলাকাবাসী তাদের উপর ক্ষিপ্ত থাকায় মামলার গ্রেপ্তার এড়াতে সে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং প্রথমে সে কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে, পরবর্তীতে তার এক নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিল। র্্যাব কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানান গ্রেফতারকৃত আসামিকে কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।