সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। কালের খবর ফ্যাসিস্ট আ.লীগের নেতা মোঃ কামরুল ইসলাম নান্টুর রাজধানী ঢাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ পতিতা, মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। কালের খবর
চাঁদাবাজদের মারধরে আহত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী। কালের খবর

চাঁদাবাজদের মারধরে আহত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী। কালের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর : 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীকে চাঁদাবাজদের দ্বারা মারধরের ঘটনা সংঘটিত হয়েছে। এতে মারাত্মক ভাবে জখম হয় উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সোনারগাঁওয়ে পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চাঁদাবাজের বিরুদ্ধে।

চাঁদাবাজরা হচ্ছে- পেরাব এলাকার জহিরুল মোল্লার ছেলে রিয়েল মোল্লা(২৬) এবং আমবাগ এলাকার বাদল দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান (২৪)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মাস যাবত সোনারগাঁ থানাধীন পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ০১ তলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারন কার্যক্রম চলমান রয়েছে। উক্ত ভবনের ২য় তলার ছাদ ঢালাই সম্পন্ন হবার সময় থেকে কাজের ঠিকাদার প্রতিষ্ঠান রহমান টেডার্সের প্রতিনিধি সানজিম মিয়া (২৭) এর কাছ থেকে চাঁদা দাবী করে আসছে, এ দুই চাঁদাবাজ।

চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা প্রায় সময় কর্মরত শ্রমিক সহ উক্ত ঠিকাদারকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।

২০ এপ্রিল ভবনের ৩য় তলার ছাদ ঢালাই কাজ শুরু হয় এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার অন্যান্য লোকজনদের সাথে নিয়ে নির্মান কাজের গুনগতমান তদারকি করার সময় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা উক্ত বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে ঠিকাদার প্রতিনিধি সানজিম মিয়ার কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবী করে।

চাঁদার টাকা না দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ছাদ ঢালাইরত নির্মান শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথারী মারপিট করে নির্মান কাজ বন্ধ করে দেয়।
এরপর তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটির সদস্যদেরও গালিগালাজ করে মারপিট করার জন্য উদ্যত হয়।

একপর্যায়ে আসামিরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক এর উপর ক্ষিপ্ত হয় এবং তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কিল ঘুষি মারে এবং বালি উঠানোর বেলচা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী পিটিয়ে নীলাফুলা জখম তৈরি করে। বিবাদীরা তাকে এলোপাথারী মারপিট করে পরবর্তীতে নির্মান কাজ না চালানোর জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়।

এ ব্যাপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম সুমন জানান, প্রকৌশলীকে মারধরের ঘটনার অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com