সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
প্রয়াত আলতাফ মাহমুদকে স্মরণ করেছে শীর্ষদুই সাংবাদিক সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের বিএফইউজে ও ডিইউজে অফিসে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতা আলতাফ মাহমুদকে স্মরণ করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা সাংবাদিক সমাজের শীর্ষ নেতা আলতাফ মাহমুদের কর্মময় জীবনী তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
বিএফইউজের কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডলের সভাপতিত্বে এবং ডিইউজের সহসভাপতি এম এ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী,বিএফইউজে সাবেক সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক ও কুদ্দুস আফ্রাদ, সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল আলম, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ।