শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক :
ভারতে বিজেপির এক মন্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রস্রাব করেছেন। আর সম্প্রতি এই দৃশ্যটি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরফ জয়পুরের পিঙ্ক সিটিতে এ আলোচিত ঘটনার জন্ম দিয়েছেন।
জয়পুর সিটি কর্পোরেশন যখন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের শীর্ষ স্থান পাওয়ার জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছে, তখনই এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এ ধরনের কাজ করলেন। ভারতের আইন অনুযায়ী, রাস্তায় প্রস্রাব করলে ২০০ রুপি জরিমানা হয়।
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় রাজস্থান কংগ্রেসের সহসভাপতি অর্চনা শর্মা বলেন, ‘স্বচ্ছ ভারতের জন্য যখন অঢেল অর্থ খরচ করা হচ্ছে, তখন এ ধরনের নেতারা লজ্জাজনক কাজ করে ভুলবার্তা দিচ্ছেন। ‘
প্রসঙ্গত, গত মাসে তিনটি উপনির্বাচনে হেরে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। তার ওপর এ ধরনের ভুল কর্মকাণ্ডের জন্য প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হতে হচ্ছে দলটিকে।
তথ্যসূত্র: এনডিটিভি