মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
রাজধানীর ডেমরায় ৪০ লাখ টাকা যৌতুকের দাবি অস্বীকার করায় স্বামী হেলমেটের আঘাতে গৃহবধূ কাজী বরশার মাথার খুলি ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ডেমরা থানা মামলা না নেওয়ায় আদালতের নির্দেশে বুধবার রাতে বরশার বাবা বজলুর রহমান অভিযুক্ত রফিকুল আলম শাওনের (২৫) বিরুদ্ধে মামলা করেছেন। ওই রাতেই পুলিশ শাওনকে গ্রেফতার করে। তিনি ডেমরার পূর্ব ডগাইর এলাকার নাছির উদ্দিনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর প্রায় এক বছর আগে বরশার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শাওনের। বিয়ের আগে শাওনের মা হোসনে আরা ও তার পরিবার বাড়ি করার জন্য বরশার বাবার কাছে ৪০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি মেনে না নেওয়ায় তিনি প্রথমে শাওনের বিয়ে দিতে রাজি হননি। শাওন মাকে বুঝিয়ে বরশাকে বিয়ে করেন। তার পর থেকেই আবারো ৪০ লাখ টাকা যৌতুক চেয়ে বিভিন্ন সময় বরশাকে মারধর করেন শাওন। একইসঙ্গে তার মা নানা কথা বলে বরশাকে মানসিক চাপ দিয়ে আসছিলেন।
বজলুর রহমান জানান, ২২ ফেব্রুয়ারি শাওন যৌতুক দাবি করলে বরশার সঙ্গে বিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন হেলমেট দিয়ে সজোরে আঘাত করলে বরশার মাথার খুলি ফেটে মারাত্মক জখম হয়। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। পরে মাথায় পচন ধরলে তাকে কয়েক মাস রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা করাতে হয়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার জানান, শাওনকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।