বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
এম আই ফারুক , কালের খবর, ঢাকা : রাজধানীর ডেমরায় ‘নিহা ইন্টারন্যাশনাল কয়েল ফ্যাক্টরি’ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার উৎপাদিত অনেক কয়েল, কাঁচামাল ও হিটার রুমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বড়ভাঙ্গা চৌরাস্তা সংলগ্নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ডেমরা ফায়ার সার্ভিস বলছে, কারখানাটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি বলেন, কয়েল কারখানায় আগুন লাগার বেশ কিছুক্ষণ পরে আমাদের জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। হিটার রুমে গ্যাসের ওভার হিটে আগুন লাগলে প্রথমে কারখানায় কর্মরতরা চেষ্টা চালিয়েছে আগুন নেভাতে। এতে আগুন দ্রুত কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে।