শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
স্বপ্নের পদ্মা সেতু দেখা হলো না ডেমরার ৫ বছরের শিশু মো. নাসিমের। বাবার হাত ছুটে গিয়ে নদীতে ডুবে মারা যায় শিশুটি। কাঁদতে কাঁদতে তার বাবা বলেন- কীভাবে যে হাত থেকে ছুটে গেল আমার কলিজার টুকরা।
শনিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন নদীতে বাবা বাবুলসহ বড়ভাই ও অন্য বাচ্চাদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় নাসিমের।
শনিবার বিকালে তার লাশ ডেমরায় আনার পর নিয়মকানুন শেষে ওই রাতেই ডেমরা কবরস্থানে লাশ দাফন করা হয়।
নাসিমের বাড়ি ডেমরার উত্তর বাজার ব্রিজসংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, পদ্মা সেতুর উদ্বোধন দেখতে ওই সেতু সংলগ্ন হলুদিয়া গ্রামে চাচাতো বোনের বাড়িতে গত শুক্রবার বাবা বাবুল, চাচা কবির ও তার দুই বছরের আপন বড়ভাই নাফিসের সঙ্গে বেড়াতে যায় শিশু নাসিম। শনিবার দুপুরে হলুদিয়া গ্রামে পদ্মা নদীতে বাবা বাবুল তার দুই ছেলে নাফিস ও নাসিমসহ অন্যান্য আত্মীয়ের ৩-৪ জন বাচ্চাদের নিয়ে গোসল করতে নামেন।
এ সময় অন্যান্য বাচ্চাদের খেয়াল করতে গিয়ে অসাবধানতাবশত বাবুলের হাত থেকে নাসিম ছুটে গিয়ে পানিতে ডুবে যায়। এ ঘটনায় অন্তত ১৫ মিনিট পরে নদী থেকে নাসিমের লাশ উদ্ধার করতে সক্ষম হন তার বাবা।
কান্নাভরা কন্ঠে মৃতের বাবা বাবুল জানান, কীভাবে যে আমার হাত থেকে ছুটে গেল আমার কলিজার টুকরা নাসিম আমি টেরই পেলাম না। ছেলে হারানোর এ কষ্ট আমি কীভাবে সইব বুঝতে পারছি না। আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না।