রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশ অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত ৪ বছর আগে নারায়ণগঞ্জ বন্দর থানার চৌড়াপাড়া গ্রামে সুলতানার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শাহাবের। বর্তমানে ওই সংসারে ৭ মাসের এক কন্যাসন্তান রয়েছে।
সুব্রত কুমার আরও বলেন, এদিকে গত দুই বছর ধরে শাহাব তার শ্বশুরবাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক দাবি করে বিভিন্ন সময়ে সাবিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। ওই ধারাবাহিকতায় একই দাবিতে গত ১০ জুন রাত ১২টার দিকে সাবিনাকে বেধড়ক মারধর করে শাহাব। পরে খবর পেয়ে ভুক্তভোগীর বড়ভাই ও মা ঘটনাস্থলে এসে সাবিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়