সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
রাজধানীর সোনারগাঁও মোড়ে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (৬ জুন) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কুরবান আলী। তিনি ঢাকা মহানগর পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত ছিলেন। কর্মস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, নিহত পুলিশ সদস্য রাজারবাগ টেলিকম ভবনে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন। সোমবার সকালে মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ওসি আবদুর রশিদ বলেন, ‘আমরা বাসটি জব্দ করেছি। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।