রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
কালের খবর ডেস্ক: বিতর্কে জড়ালেন লিভারপুলের প্রাক্তন ফুটবলার জার্মাইন পেন্যান্ট। অভিযোগ, এই উইঙ্গার এবং তাঁর স্ত্রী অ্যালিস গুডউইন অর্থের বিনিময়ে ওয়েবক্যামে যৌনতা দেখান দর্শকদের। প্রতি মিনিটে যৌনতা দেখানোর খরচ হিসেবে তাঁরা নেন ৬ পাউন্ড। ভারতীয় অর্থমূল্যে যা ৫৩৩ টাকার সমান। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলছে তুমুল সমালোচনা। এক লিভারপুল ভক্ত যেমন লিখেছেন, ‘আমাদের ক্লাবের এক প্রাক্তন ফুটবলারের এমন অধঃপতন দেখে শিউরে উঠেছি।
আর একজনের কথায়, ‘স্ত্রীর সঙ্গে যৌনমিলন অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কিন্তু সেটা প্রকাশ্যে এবং পয়সার বিনিময়ে দেখানোটা নিম্নমানের রুচির পরিচয়।’
নিজের পরিচয় গোপন রেখেও আকারে ইঙ্গিতে আভাস দিয়ে এই ক্যাম শো থেকে টাকা কামানোর চেষ্টা করেছেন পেন্যান্ট। ভিডিও ফুটেজে একবারও নিজের মুখ দেখাননি। তবে পেন্যান্টের হাতের ট্যাটুটি দেখে তাঁকে চিনে নিতে ভুল হয়নি ফুটবলপ্রেমীদের তবে জনপ্রিয় প্রাক্তন মডেল অ্যালিস বৃহস্পতিবার টুইট করেছিলেন, ‘আজ আমি এমন একটা কাজ করতে চলেছি যা খুবই দুঃসাহসিক এবং দুষ্টুমিতে ভরা।কেউ সেটা মিস্ করবেন না।’
লিভারপুল ছাড়াও আর্সেনাল এবং স্টোক সিটিতে খেলেছেন পেন্যান্ট। বারবার জড়িয়েছেন বিতর্কে, কখনও প্রতিবেশীর বাগানে মলত্যাগ করেছেন, কখনও মদ্যপান করে গাড়ি চালিয়েছে জেলে গিয়েছেন, কখনও আবার মডেল ও প্রাক্তন প্রেমিকা অ্যামি গ্রোভ–কে মারধর করে গ্রেপ্তার হয়েছেন।