সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর :
স্থানীয় সরকার নির্বাচনের তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর জিনদপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড থেকে নবনির্বাচিত সাধারণ সদস্য মোঃ খুরশেদ আলম তার প্রতিবেশী ষাটোর্ধ মৃত আব্দু মিয়ার ছেলে ধনু মিয়া কে রবিবার সকাল ১০ ঘটিকায় জিনদপুর বাজারে প্রকাশ্যে জুতাপেটা দিয়ে গুরুতর আহত করেন।
আহত ধনু মিয়াকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা প্রদান করার পর সুস্থ না হওয়ায় বিকালে আশংকা জনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।
গুরুতর আহত বৃদ্ধ ধনু মিয়ার বুকে প্রচুর ব্যথা থাকায় চিকিৎসারত অবস্থায় কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
আশংকাজনক অবস্থায় বৃদ্ধ করে চিকিৎসার জন্য নিয়ে আসা তার ছেলে সুহেল মিয়া জানান, আমাদের বাড়ির পাশের জায়গা জোর করে দখল করতে প্রতিনিয়ত খুরশেদ মেম্বার লোকজন দিয়ে হুমকি দেয়,আজ আমার বাবাকে জুতাপেটা করে মুমূর্ষু করেছে।আমার বাবার অবস্থা আশংকা জনক হওয়ায় আমরা নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে এসেছি এখন তাকে কুমিল্লা রেফার্ড করেছে। শীতকাল হওয়ায় সকালে কুমিল্লা নিয়ে যাব।
জুতাপেটার ঘটনার প্রত্যাক্ষদর্শী বৃদ্ধের মেয়েরা জানান, আমরা সকালে করোনার টিকার জন্য আমার বাবা সহ দুইবোন জিনদপুর বাজার দিয়ে যাচ্ছিলাম পথে মধ্যে খুরশেদ মেম্বার আমার বাবা কে ডেকে নিয়ে চড়থাপ্পড় ও জুতাপেটা করেন,আমরা বাধা দিলে আমাদেরকেও ধাক্কা দেন।
কেন জুতাপেটা করেছেন জানতে জিনদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ০৪ নং ওয়ার্ড সদস্য মোঃ খুরশেদ আলম কে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি তাকে তার বাড়ির পাশের রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে ডেকেছি, জায়গা মাপার কথা বলেছি এর মধ্যে তার মেয়ে কেঁদে সবাই কে জড়ো করেছে আমি নাকি তার আব্বাকে মেরে ফেলেছি।
গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ ধনু মিয়ার চিকিৎসা দেয়া নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নাইমা আফরোজ জানান,কিছুক্ষণ আগে আমাদের এখানে ধনু মিয়া একজন বৃদ্ধ এসেছে তার শরীলে একটু আঘাতের চিহ্ন রয়েছে, আমরা তার চিকিৎসা দিচ্ছি।