রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
মোঃ কবির হোসেন, নবীনগর, কালের খবর :
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে এসএসসি র অংক পরীক্ষার সময় সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার দুপুরে কেন্দ্রের ফটকে নকলসহ হলের ভিতরে ঢোকার চেষ্টা ও গোলযোগ সৃষ্টি করার সময় ভ্রাম্যমান আদালত দুইজনকে ৫০হাজার টাকা জরিমানা করেন। তারা হচ্ছেন-সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বাড়াইল গ্রামের ওয়াছেক মিয়ার ছেলে শামীমুল ইসলাম ও ধরাভাঙ্গা গ্রামের হারিছ মিয়ার ছেলে আমীর হোসেন।
ভ্রাম্যমান আদালতের(মোবাইল কোর্ট)নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন,পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ দন্ডবিধি ১১ এর খ ও গ ধারার আলোকে পরীক্ষা কেন্দ্রে নকল সহ গোলযোগ সৃষ্টি করায় প্রত্যেক কে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।#