বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
রাজধানীর ডেমরায় একটি নার্সারি থেকে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আমুলিয়া মডেল টাউনসংলগ্ন ওই নার্সারিতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, গত রাতে ওই যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে এখানে কে বা কারা ফেলে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে নার্সারিতে গাছ কিনতে আসেন এক ব্যক্তি। নার্সারির পেছন গিয়ে দেখেন, ওই যুবকের লাশ পড়ে আছে।
পরে তারা থানায় খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত ওই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, লাশ শনাক্তের জন্য ডিএনএ ও আঙুলের ছাপসহ প্রয়েজনীয় নমুনা সংগ্রহ করা হবে।