বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
রাজধানীর মীর হাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে লাশ দুটি উদ্ধার করা হয়। গৃহবধূর নাম রুমা আক্তার (২৫)। আর তার ছেলের নাম মো. রিসাদ। রুমার স্বামী আব্দুল অহিদ পলাতক রয়েছেন। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যা করে পালিয়েছে অহিদ।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে, সন্ধ্যার পর যেকোনো সময়ে হত্যাকাণ্ড ঘটেছে। দুজনকেই বালিশচাপা ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বাসা থেকে রক্তাক্ত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। পলাতক আব্দুল অহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করা গেলে সব রহস্য উদ্ঘাটন হবে।