শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
তাড়াশে আগাম বর্ষার পানিতে সমস্ত কৃষিজমি প্লাবিত। কালের খবর

তাড়াশে আগাম বর্ষার পানিতে সমস্ত কৃষিজমি প্লাবিত। কালের খবর

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :

তাড়াশ উপজেলার প্রায় ২৫০০০হেক্টর কৃষি জমি আগাম বর্ষার পানিতে প্লাবিত মহেশরৌহালী, বিরলহালী, পংরৌহালী ও চাকরৌহালী সহ নওগাঁ ইউনিয়নের বিভিন্ন স্থানে ঢুকছে আগাম বর্ষার পানি।আর এ নতুন বর্ষা পানিতে চলছে জেলেদের মাছ শিকারের ধুম। পানি বাড়ার সাথে সাথে পেশাদার জেলেদের সাথে সাথে মৌসুমি জেলেরা এবং ছোট ছোট ছেলেমেয়েরা মাছ শিকারে ব্যাস্ত সময় পাড় করছে।

কেউ কেউ মাছ ধরছে জাল কিংবা বরশি দিয়ে কেউ বা আবার মাছ ধরছে কারেন্ট জাল কিংবা বাদাই জাল দিয়ে। তারা মাছও পাচ্ছে প্রচুর পরিমানে সেই সাথে মাছের দাম ও পাচ্ছে বেশি।

কথা হয় পেশাদার জেলে দুলালের সাথে, তিনি জানান আমি কারেন্ট জাল ও বরশি দিয়ে মাছ ধরি। কিছুদিন ধরে ভালো মাছ পাচ্ছি। আজ ৪৫০ টাকা মাছ বিক্রি করছি। গতকাল ও এমন বিক্রয় করছি পানি আরো বাড়লে বেশি মাছ পাব ।

মৌসুমি জেলে নুরইসলাম জানান আমি বর্ষা এলেই মাছ ধরি। কারণ এ সময় মাছ বেশি পাওয়া যায়।
আমরা মাছ ধইরা এখন ভালোই আছি। আমরা প্রতিদিন গড়ে ৪৫০টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত মাছ বিক্রি করি।আমাদের সংসার এখন ভালোই চলে,বর্ষা আসার পর থেকে প্রতিদিন ৪৫০-৫৫০ টাকা বিক্রি করছি। আমার ১৫ থেকে ২০টি কারেন্ট জাল আছে এতে ভালই মাছ ওঠে। অনেকে আরো বেশি ও বিক্রি করে। ১০ থেকে ১৫ জন জেলের সাথে কথা বলে জানা যায় সবাই প্রতিবারের চেয়ে এবার মাছ বেশি পাচ্ছে। মাছ বেশি পাওয়ার কারনে অনেক মৌসুমি জেলেরাই নামছে মাছ ধরতে। মঙ্গলবার বিকালে নওগাঁ ইউনিয়ানে ৩নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা বরশি দিয়ে মাছ ধরছে। অনেক ছেলেরা আবার ছোট ছোট ধুনদি দিয়ে মাছ ধরতে ব্যাস্ত। ছোট ছোট ছেলে মেয়েরা মাছ ধরতে পেরে অতি খুশি। এ বিষয়ে কৃষি কর্মকর্তা লুৎফুন্নেসা বলেন তাড়াশে প্রায় সমস্ত কৃষি জমি পানিতে প্লাবিত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com