মোঃ আরিফুর রহমান(ঝন্টু) দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি, কালের খবর :
দশমিনা উপজেলায় তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে দশমিনা নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ আব্দুল্লাহ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০টি অবৈধ বেহুন্দী জ্বাল জব্দ করেন। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল্লাহ জানান, অবৈধ করেন্ট ও বেহুন্দী জ্বাল দিয়ে নদীতে মাছধরা সম্পূর্ন নিষেধ । গতকাল ( ০১ জুলাই ) ও (২ জুলাই) রোজ বৃহস্পতিবার ও শুক্রবার নদীতে অভিযান পরিচালনা করে তেতুঁলিয়া নদী থেকে প্রত্যেকটি ২ হাজার মিটার ১০ টি বেহুন্দী জ্বাল জব্দ করা হয় । তিনি আরো বলেন, আমাদের ট্রলারের শব্দপেয়ে লোকজন পালিয়ে যায় । জব্দকৃত প্রতিটি জ্বালের মূল্য প্রায় পঞ্চায় হাজার টাকা রাত আনুমানিক ৯ টার সময় দশমিনা হাজির হাট লঞ্চ ঘাট সংলগ্নে পুড়িয়ে ফেলা হয় ।