বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর
মান্দায়  আর্থিক সহায়তা পেলন  সাংবাদিক আব্দুল জব্বার। কালের খবর

মান্দায়  আর্থিক সহায়তা পেলন  সাংবাদিক আব্দুল জব্বার। কালের খবর

 নওগাঁ থেকে এম,এ রাজ্জাক, কালের খরর :
দৈনিক করতোয়া পত্রিকার নওগাঁর মান্দা  উপজলা প্রতিনিধি আব্দুল জব্বারকে  চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে  বৃহস্পতিবার দুপুরে মান্দা  উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম ৫০ হাজার টাকার একটি চেক তাঁর হাতে তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি টেলিকনফারেন্সে বক্তব্য দেন। টেলিকনফারেন্সে যুক্ত ছিলন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজদ।
এসময় মান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা  প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চদ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক ডিএম শাহজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে পিআইবির মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজদ বলেন, অসহায় ও দুস্থ সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর অনুদানই অসহায় সাংবাদিকদের সহায়তা প্রদান করা হছ।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল জব্বার দীর্ঘদিন ধরে মেরুদন্ডের সমস্যাসহ বিভিন জটিল রোগে ভুগছিলেন। বাংলাদশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনের প্রেক্ষিত তাঁকে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com