মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
ডেমরা থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষ্যাৎ করেছে ডেমরা থানা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। গত কাল সন্ধ্যায় অফিসার ইনচার্জ (ওসি)’র কার্যালয়ে ডেমরা থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এম আই ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ সুজন উপস্থিত হয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি)কে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এসময় অফিসার ইনচার্জ (ওসি) ডেমরা থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা চান এবং তিনিও সাংবাদিকদের সব বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, বৃহত্তর ডেমরার প্রথম সাংবাদিক সংগঠন “ডেমরা থানা প্রেস ক্লাব” এই ক্লাবটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে সৌরভে-গৌরবে, সংগ্রামে, সততায় ও সাফল্যের সাথে ১৬ বছর পেরিয়ে ২০২১ সালে ১৭ বর্ষে পদার্পণ করেছে।