বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর
ডেমরায় খানাখন্দ ও কর্দমাক্ত সড়কে সীমাহীন দুর্ভোগ। কালের খবর

ডেমরায় খানাখন্দ ও কর্দমাক্ত সড়কে সীমাহীন দুর্ভোগ। কালের খবর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কিছু অংশসহ ৬৬ থেকে ৭০ নম্বর ওয়ার্ড এলাকা হচ্ছে রাজধানীর ডেমরা থানা এলাকা। শহরের খুব কাছাকাছি হওয়ায় স্বাধীনতার পর থেকে এখানে ঘনবসতি বাড়তে থাকে। বর্তমানে এখানে স্থানীয় ও ভাড়াটিয়াসহ ১০ লক্ষাধিক মানুষের বসবাস।এছাড়াও সরকারি-বেসরকারি চাকুরীজীবি, ব্যবসায়ীস, শ্রমিক ও অন্যান্য পেশার মানুষসহ রূপগঞ্জ-সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকার আরও লক্ষাধিক মানুষের চলাচল ডেমরায়। এদিকে ডেমরা হচ্ছে রাজধানীর প্রবেশদ্বার। তাই এখানে মানুষের চলাচল অনেক বেশি। আর বর্ধিত মানুষের এ চলাচলকে কেন্দ্র করে ডেমরাকে শহরের শেষ স্টপেজ করা হয়েছে।

 
 সরেজমিন দেখা গেছে, কিছুদিন আগেই শুরু হয়েছে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ৬ লেন উন্নয়নের কাজ। এতে ডেমরার ষ্টাফ কোয়ার্টারে সড়ক খোঁড়াখুড়িসহ সড়ক উন্নয়নে চলছে নানা কর্মযজ্ঞ। এদিকে ষ্টাফ কোয়ার্টারেই এবারের বর্ষায় ডেমরা-রামপুরা সড়ক ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। ফলে যান চলাচল ও যাত্রী-পথচারী দুর্ভোগ ব্যাপক আকার ধারণ করেছে।

এছাড়া এ সড়কে নিয়ন্ত্রণহীনভাবে অতিরিক্ত পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করছে বলেও সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তসহ খানাখন্দ। আর ওইসব বড় বড় গর্ত ও খানাখন্দে পানি জমে থাকে বলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রিকশা উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে অহরহ। আর কর্দমাক্ত এ সড়কে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে ডেমরার হাজী হোসেন প্লাজা শপিংমলের ব্যবসায়ী মো. সোহেল বলেন, আমাদের মার্কেটের পূর্বপাশেই বাস স্টপেজ করাতে সড়কের ব্যাপক ক্ষতি হয়। আর এ স্টপেজেই বড় বড় গর্ত তৈরী হয়েছে। এতে মার্কেটের ফুপাত দিয়েও হাঁটা যায়না। এছাড়া সড়কের ওইসব গর্তসহ খানাখন্দে যানবাহন হেলেদুলে চলে। এতে দুর্ঘটনার আশংকা থাকেই।

দুর্ভোগের বিষয়ে ডেমরা-রামপুরা সড়কে চলাচলকারী যাত্রী মো.ছালাম বলেন, আমি প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করি। ডেমরা-রামপুরা সড়কের বেশ কিছু অংশে খানা-খন্দ রয়েছে। এতে বৃষ্টির সময় যাত্রী দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পায়।

এ বিষয়ে ডেমরা জোনের টিআই মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে ডেমরা-রামপুরা সড়কের ষ্টাফ কোয়ার্টার এলাকায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়া এ সড়কের কিছু অংশের খুব খারাপ অবস্থা। তাই দুর্ভোগ অনেকটাই বেড়েছে। এছাড়া সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সরতে পারেনা বলে সড়কের বেশি ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামীম আল মামুন মোবাইল ফোনে বলেন, ডেমরা-রামপুরা সড়কে দীর্ঘ দিন ধরে ধারাবাহিকভাবে সংস্কার কাজ চলছে। তবে বৃষ্টির কারণে ডেমরা এলাকায় ওই সড়কের কাজটা করা যাচ্ছেনা। বৃষ্টি কমলেই দ্রুত কাজ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com