সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি ও ফলমূল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ এস এম খুরশিদ উল আলম ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার আজ সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।
উপহার সামগ্রী পেয়ে মুক্তিযোদ্ধারা তাদের বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।