বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
মানবিকতার অনন্য বৈশিষ্ট্য ৬৭ নং ওয়ার্ড।
কালের খবর ডেস্ক :
ঢাকা দক্ষিণ সিটির ৬৭ নং ওয়ার্ড কে মানবিকতার অনন্য বৈশিষ্ট্য বলে দাবি করেন এলাকার সাধারণ মানুষ।তাদের বক্তব্য করোনা আসার আগে আমরা শংকায় ছিলাম কি হয় না হয় কে কাকে আশা দিবে ভরসা দিবে,যেখানে সামর্থ্যবানরা ঘর ভর্তি বাজার করা নিয়ে ব্যস্ত হওয়ায় বাজারে দ্রব্য মূল্যের উপর ভালো প্রভাব পড়তে থাকে সেখানে খেটে খাওয়া দিন মজুর নিম্ন আয়ের মানুষের ৩/৪ দিনের বাজার করে রাখার সামর্থ্য নেই।কিন্তু এ অবস্থায় এলাকার কাউন্সিলর সহ কিছু সামর্থ্যবান ব্যক্তিরা মানুষ কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটা অবশ্যই প্রসংসনীয়।থেমে নেই সংরক্ষিত আসনের কাউন্সিলর ওএছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন যেমনঃ আঁলো,তালতলা যুব সংঘ,বর্ণমমালা সামাজিক সংগঠন,নিঝুম বাগ সমাজ কল্যাণ সংস্থা,স্বপ্নধারা সংঘ,নতুন প্রজন্ম সংঘ যার যার অবস্থান থেকে জন সাধারণের জন্য কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বেসিন সাবান হ্যান্ড স্যানিটাইজার মাস্ক প্রদান সহ সামাজিক সচেতনতা চালাচ্ছে।