শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
মতলব প্রতিনিধি, কালের খবর: দেশের বর্তমান প্রেক্ষাপটে কর্মহীন, দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের জন্য মতলব প্রেসক্লাবকে অনুদান প্রদান করেছেন বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক তওফিক দেওয়ান।
১ এপ্রিল বিকালে ওনার পক্ষে মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনের হাতে এই অনুদান তুলে দেন দৈনিক ইলশেপাড়ের মতলব দক্ষিণ প্রতিনিধি শহিদুজ্জামান মাসুম সরকার। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান, নিমাই চন্দ্র ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, রোটা. রেদওয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন।