শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
কোচিং বাণিজ্য ও অনৈতিক কর্ম নিয়ে হুঁশিয়ারি’ : নবীগঞ্জে শিক্ষামন্ত্রী। কালের খবর

কোচিং বাণিজ্য ও অনৈতিক কর্ম নিয়ে হুঁশিয়ারি’ : নবীগঞ্জে শিক্ষামন্ত্রী। কালের খবর

নবীগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোচিং বাণিজ্য, গাইড বাণিজ্য এবং সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড থেকে সকল শিক্ষকদের অবশ্যই সতর্ক থাকতে হবে। নতুন নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার পরিবর্তনে যুগোপযোগী পদক্ষেপ নেয়া হচ্ছে। শিক্ষার গুণগত মানবৃদ্ধির পদক্ষেপ বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মনিটরিং হচ্ছে। পরাজিত শক্তি আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছিল। বিএনপি-জামায়াত জোটের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তাদের সময়ে শিক্ষার হার ছিল ৪৫%। সেখান থেকে শিক্ষা ব্যবস্থাকে ৭৩% এ উন্নীত করা হয়েছে। বছরের শুরুতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। জিপিএর ভীতি থেকে শিক্ষার্থীদের বাঁচাতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষার সুফল, ডিজিটাল বাংলাদেশ আর উন্নয়নের সুফল নিয়ে দেশের মানুষ আজ গর্বিত। ১৯৯৬ সালের পূর্বের ২১ বছরে, দেশকে আবারো পাকিস্তানে পরিণত করার ষড়যন্ত্র হয়েছিল। আজ সেই পাকিস্তান বর্তমান সরকারের উন্নয়ন দেখে বাংলাদেশকে রোলমডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেন, নৌকার বিজয়ী হলে গণতন্ত্র বিজয়ী হয়, দেশ এগিয়ে যায়। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের সাথে থাকতে হবে। গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণায় দিনারপুর কলেজ আয়োজিত সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের ইংরেজি প্রভাষক মোশার্‌রফ আলী মিঠুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদগাজী এমপি, মৌলভীবাজার এলাকার সংরক্ষিত সদস্য সৈয়দা জোহরা আলা উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনারপুর কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ আব্দুল হাই। বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল প্রমুখ। অনুষ্ঠানের সূচনাতে শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য শাহ নওয়াজ গাজী মিলাদ। আলোচনা ও সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা পরিবেশিত হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
দেশকে সমৃদ্ধ করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছেন। দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্ধৃতির দেশ। ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট পাকা করেছে বর্তমান সরকার। ডিজিটাল দেশ বাস্তবায়ন হয়েছে। আমাদের দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারণ কারিগরি শিক্ষার্জন করলে কেউ বেকার থাকে না। এ সময় শিক্ষামন্ত্রী ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলায় দুইটি কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। গতকাল সিলেটের ওসমানীনগর উপজেলার ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েছ সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ শাহ নেওয়াজ (মিলাদ গাজী), সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম। ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, কবির উদ্দিন আহমদ, ট্রাস্টের ট্রেজারার আনছার মিয়া, বৃত্তির আহ্বায়ক আনহার মিয়া,অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী প্রমুখ। ওসমানীনগর-বালাগঞ্জ এই দুই উপজেলার সাড়ে ৯শ’ গরিব মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ৪০ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com