বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
কালের খবর নিউজ
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের মহাসড়কের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীসহ বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। বড়দরড়াহ হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই হাফিজ জানান, মঙ্গলবার সকালে রংপুরের মহাসড়কের শাহ আমানত ফিলিং স্টেশনের সামনে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় রাজশাহীগামী বসুন্ধরা পরিবহনের একটি বাসের সঙ্গে লালমনিরহাটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ৭ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাসযাত্রী নগরীর হাজিরহাট এলাকার হারুন-অর-রশীদ (৩৫) এবং বাসের হেলপার লাল মিয়াকে (৩০) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।