বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : গোপালগঞ্জের কাশিয়ানীতে যমুনা ইলেকট্রনিক্সের শো-রুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে কাশিয়ানী উপজেলার বাণিজ্যিক কেন্দ্র রামদিয়া বাজারে যমুনা ইলেকট্রনিক্সের সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মো. আবু তারিক জিয়া চৌধুরী ফিতা কেটে এ শো-রুমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন এজিএম তানভির হাসান, ঢাকা বিভাগীয় কর্মকর্তা মো. শাহিন আহমেদ, গোপালগঞ্জ এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য শরীফ সোহরাফ হোসেন, বেথুড়ী ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) মো. এস এম রকিব উদ্দিন, নিজড়া ইউপি চেয়ারম্যান সরদার আজিজুর রহমান, যুবলীগ নেতা আমিরুজ্জামান মিয়া, যমুনা ইলেক্ট্রনিক্সের ডিলার ফরহাদ হোসেন, বিশিষ্ট ফায়েকুজ্জামান মোল্যা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, বিকু মিয়া প্রমুখ।
পরিচালক এ সময় বলেন, যমুনা ইলেট্রনিক্স সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে সেবার মনোভাব নিয়ে গুণগত মানসম্পন্ন পণ্য বাজারজাত করার কারণেই যমুনার পণ্য এখন এক আস্থা ও নির্ভরতার নাম।
তিনি আরও বলেন, কেবল উৎপাদনই নয়; পণ্যের গুণগত মান ও সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য যমুনা ইলেকট্রনিক্সের।
তিনি আশা প্রকাশ করে বলেন, স্বল্প সময়ের মধ্যে এ অঞ্চলের প্রতিটি ঘরে যমুনার পণ্য পৌঁছে যাবে। মানসম্মত এ পণ্য ব্যবহার করে এ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।