বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর রায়পুরায় ৩১ দফা গণতন্ত্রের সনদ : কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল। কালের খবর খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। কালের খবর নবীনগর-কড়ইকান্দি-আড়াইহাজার রাস্তাটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে : ড. সালেহউদ্দিন আহমেদ। কালের খবর বিএনপি নেতা নবী উল্লাহ নবীর সুস্থতা কামনায় মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু। কালের খবর মাটিরাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত। কালের খবর মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল সম্পন্ন। কালের খবর বাংলাদেশ ইনোভেশন পার্টির জরুরি আলোচনা সভা: “মানবিক বাংলাদেশ গড়ার পথে ঐক্যবদ্ধ প্রয়াস”। কালের খবর
যাত্রীছাউনিতে ভাসমান দোকান। কালের খবর

যাত্রীছাউনিতে ভাসমান দোকান। কালের খবর

কালের খবর রিপোর্ট :

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনি। কিন্তু যাত্রী বসার কোনো অবস্থা নাই। তবে দোকান আছে। ছবি: তাইয়্যেবুর রহমান
মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনি। কিন্তু যাত্রী বসার কোনো অবস্থা নাই। তবে দোকান আছে। ছবি: তাইয়্যেবুর রহমান
রাজধানীর একটি বাসস্ট্যান্ড। বাসের জন্য অপেক্ষা করছেন অনেক যাত্রী। বাস এলেই উঠে পড়ছেন। বাস আসতেই অনেকে উঠছেন কিন্তু ভিড় কমছে না। পাশেই একটি যাত্রীছাউনি রয়েছে কিন্তু কেউ বসছেন না। কারণ, যাত্রীছাউনিটি বসার উপযোগী নয়। সেখানে দোকানে চলছে কেনাবেচা।

এতক্ষণ বলছিলাম মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির কথা। সম্প্রতি সেখানকার অবস্থা দেখার পরই মনে হয়েছে, দেখার কি আসলে কেউ নেই?

মোহাম্মদপুর বিআরটিসি ডিপোর পাশের যাত্রীছাউনিটির অবস্থাও খুবই নাজুক। সেটির বসার অনেকাংশ ভাঙা, কিছু অংশ ময়লা–আবর্জনায় ভরা। এ ছাড়া যাত্রীছাউনির ব্যবহারযোগ্য অংশে দোকান। সেই দোকানে শিঙারা, পুরি, কোমল পানীয়ের কেনাবেচা চলছে। দোকানের জন্য কাটাকাটির কাজ যা হয়, সবকিছু চলছে যাত্রীছাউনিতে। এর নিচে একটি ফ্রিজও রাখা আছে। তার পেছনেই চুলা বসিয়ে শিঙারা, পুরি, আলুর চপ, জিলাপিসহ নানান খাবার তৈরি হচ্ছে। দেখা গেল, যাত্রীছাউনির বসার জায়গায় একটি বড় পাত্রে আলু কেটে রাখা হয়েছে। অন্য একটি পাত্রে ময়দা গুলিয়ে রাখা হয়েছে। পাশেই ভাজার জন্য শিঙারা ও পুরি তৈরি হচ্ছে। সেখানে বসে একজন পেঁয়াজ কাটছেন। এ অবস্থায় সেখানে যাত্রীদের বসার কোনো সুযোগ নেই।

অনেকেই দোকানের শিঙারা-পুরি কিনে দাঁড়িয়ে দোকানের পাশেই খাচ্ছেন। আর এতে পথচলতি মানুষকে ফুটপাত থেকে নেমে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে।

যাত্রীছাউনির দোকান চলছে পুরি ও শিঙারা বিক্রি। ছবি: তাইয়্যেবুর রহমান
যাত্রীছাউনির দোকান চলছে পুরি ও শিঙারা বিক্রি। ছবি: তাইয়্যেবুর রহমান
এখানকার নিয়মিত একজন যাত্রী রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই এ যাত্রীছাউনির অবস্থা এমনই। এটি ব্যবহারের উপযোগী নয়। কোথায় বসবেন? বসার জায়গা আছে? পরিবেশ আছে?

মোহাম্মদপুরের একজন বাসিন্দা জানান, অনেক সময় বৃষ্টি হলে যাত্রীছাউনিতে গিয়ে একটু আশ্রয় নেওয়া যায়। অনেক বয়স্ক লোক ও অসুস্থ লোক থাকেন। তাঁরা একটু বসতে পারেন। কিন্তু বসার পরিবেশ না থাকায় অনেকেই দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে অসুস্থ, বয়স্ক, নারী ও স্কুলগামী শিশুদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু দেখার কেউ নেই। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com