মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে মুরাদনগরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু। কালের খবর কুতুবপুর ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রয়াত বাবার দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর
মিথ্যা অভিযোগের প্রমাণ দিলেন অভিনেত্রী অনন্যা। কালের খবর

মিথ্যা অভিযোগের প্রমাণ দিলেন অভিনেত্রী অনন্যা। কালের খবর

এম আই ফারুক, কালের খবর :

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। করন জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে ২০ বছর বয়সি অনন্যার। এতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। গত ১০ মে মুক্তি পেয়েছে সিনেমাটি।

বলিউডে পা রাখার কারণে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আর আগ্রহী নন অনন্যা- প্রাক্তন সহপাঠীদের সঙ্গে এমন কথোপকথনের কিছু স্ক্রিনশট চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ফলে ব্যাপক ট্রোল ও সমালোচনার শিকার হোন তিনি। উচ্চশিক্ষায় তার আপত্তির বিষয়টি খবরের শিরোনাম হয়ে ওঠে।

তবে সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে আনা এ অভিযোগ যে পুরোপুরি বানোয়াট, সে সম্পর্কে প্রমাণ দিয়েছেন এ অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকাল এক পোস্টে বিশ্ববিদ্যালয়ে (ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া) ভর্তি সংক্রান্ত কাগজপত্রের ছবি পোস্ট করেছেন অনন্যা। অনলাইনে এভাবে কাউকে হেনস্তা এবং কথোপকথনের ভুয়া স্ক্রিনশট তৈরি করা উচিত নয় বলেও মন্তব্য করেন এ অভিনেত্রী।

পোস্টে অনন্য বলেন, ‘এ কাজটি আমি করতে চাইনি। আমার নিজেকে কারো ব্যাখা করার মতো প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। কিন্তু সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ব্যাপার আমার আপত্তির যে ভুয়া কথোপকথোন তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে তা খুব অন্যায় এবং দুঃখজনক। বিষয়টি আমার পরিবার এবং বন্ধুদেরও নাজেহাল করেছে।’

পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ‘যেটা আগেও বলেছি যে, সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানেনবার্গ স্কুল ফর কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে ‘কমিউনিকেশন’ বিষয়ে স্প্রিং সেমিস্টার-২০১৮ তে ভর্তির চিঠি আমি পেয়েছিলাম। কিন্তু যেহেতু আমি আমার প্রথম সিনেমার শুটিং শুরু করেছিলাম এবং সিনেমাটি মুক্তির তারিখ পরবর্তীতে পিছিয়ে গিয়েছিল তাই ভর্তির বিষয়টি আমাকে দুবার পেছানোর জন্য অনুরোধ করতে হয়েছিল। প্রথমবার ফল সেমিস্টার-২০১৮ এবং দ্বিতীয়বার ফল সেমিস্টার-২০১৯, দুবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজি হয়েছিল। কিন্তু যেহেতু আমি দুবার ভর্তি পিছিয়েছিলাম, তাই পরবর্তীতে আমার ক্ষেত্রে ভর্তি পেছানোর সুযোগ ছিল না। তাই এখন আমি বিশ্ববিদ্যালয়টিতে যাবো না এবং বর্তমানে আমি অভিনয়ে আমার কর্মজীবন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

পোস্টে এ অভিনেত্রী তার সম্পর্কে ভুয়া গুজব ছড়ানোর বিষয়টি নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘যারা এই ভুয়া অভিযোগের মাধ্যমে আমাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছেন, তাদের আমি অনেক বেশি ভালোবাসা, শান্তি এবং ইতিবাচক মানসিকতা পাঠাতে চাই। যারা আমার ভুয়া সহপাঠীদের নাম উল্লেখ করে গুজব ছড়াচ্ছেন, তাদের আরো বলছি যে, আমার সহপাঠীরা কখনোই এমন মানসিকতার নয়। যেহেতু তাদের সঙ্গে আমি বড় হয়েছি, পড়ালেখা করেছি, তারা কখনোই এমন কিছু করতে পারে না। অনলাইনে কাউকে মজা করার জন্য হেনস্তা করা ভালো কাজ নয়। ভুয়া কথোপকথন, গল্প এবং স্ক্রিনশটগুলো খুবই বিপজ্জনক এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনে মারাত্মক ক্ষতি করতে পারে। তাই দয়া করে সবাই সদয় এবং ইতিবাচক মানসিকতার হোন।’

এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’। এতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। আগামী ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com