রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
কালের খবর নিউজ:
আজ (২৬ ডিসেম্বর) সকালে বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার টি-২০ স্টাইলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি।
১৩ বাউন্ডারি ও এক ছক্কায় ১০৩ রানের চোখ ধাঁধানো ব্যাটিং করে সাজঘরে ফিরেছেন ওয়ার্নার। অ্যান্ডারসনের বলে বেয়ারস্টোর তালুবন্দি হয়েছেন।
এখন ক্রিজে আছেন তৃতীয় টেস্টের জয়ের নায়ক অধিনায়ক স্টিভেন স্মিথ। তার ডাবল সেঞ্চুরির সুবাদেই ইংল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২৯ রান নিয়ে ব্যাট করছেন তিনি।
অপরপ্রান্তে আছেন শন মার্শ (১)।এর আগে সাজঘরে ফিরেন উসমান খাঁজা। ১৭ রান করেই স্টুয়াট ব্রডের বলে বেয়ারস্টোর তালুবন্দি হন তিনি।