শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
কিশোরগঞ্জের তাড়াইলে বেতাই নদীর সেতুর ফাটল পিচের ঢালাই দিয়ে এলজিইডি ঢেকে দেয়ার পর এবার পাটাতনে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বেতাই সেতুর পূর্ব দিকে পাটাতনের কয়েকটি স্থানে দুই ইঞ্চি করে ফাটল দেখা দিয়েছে।
পাটাতনে ফাটল দেখা দেয়ায় সেতুর নিম্নমানের কাজের প্রমাণ মিলে বলে জানিয়েছে স্থানীয় জনতা। তারা সেতুটির পুনঃনির্মাণের দাবি জানান।
এ বিষয়ে এলজিইডির তাড়াইল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত রবিবার দৈনিক কালের খবর পত্রিকায় ‘উদ্বোধনের আগেই সেতুতে ফাটল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে তড়িগড়ি করে এলজিইডির তাড়াইল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের উপস্থিতিতে বেতাই নদীর সেতুর নির্ধারিত ফাটলসহ পুরো সেতু পিচ ঢালাই করে দেয়া হয়েছে। মঙ্গলবার ‘ফাটল ঢাকতে সেতুতে পিচের ঢালাই’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়।