শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
কালের খবর ডেস্ক :
পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকাসহ ফরিদপুর, লালমনিরহাট, ঝিনাইদহ, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ২০ জন নিহতের খবর পাওয়া গেছে।
ফরিদপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকালেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।
লালমনিরহাটে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আট জন। সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি স্মৃতিসৌধে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সাভারের আশুলিয়ার বলিভদ্র এলাকায় পুলিশবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে লিচুবোঝাই ট্রাকের সংঘর্ষে পুলিশের কনস্টেবল নাদিম হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় শিল্প পুলিশের আরো তিন সদস্যসহ মোট চারজন আহত হয়েছেন।
বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঈদে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী-খুলনা রেল রুটের পাকশী হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম শাওন কারিকার বাবা বাবু কারিকার। তার বয়স আনুমানিক (২৫) বছর। বুধবার সকালে হার্ডিঞ্জ ব্রিজের ১১ নং গার্ডারের ওপর মরদেহটি উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ।
নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী, তবারিপাড়া ও ষোল মাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো সাতজন। বুধবার দুপুরে মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানটি পাল্লা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।