রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
কালের খবর রিপোর্ট :
অনেকটা হঠাৎ করেই সিলেট-সুনামগঞ্জ সড়কে ধর্মঘটের ডাক দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ। সোমবার সকাল ৭টা থেকে এ রোডে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এর ফলে বিপাকে পড়েছে ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা।
সরেজমিনে দেখা যায় সোমবার সকাল থেকে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুরসহ আন্তঃজেলার চার শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লেগুনা, সিএনজি ও মাইক্রোবাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিক নেতারা জানান, বিআরটিসির চারটি বাস এক ঘণ্টা পর পর সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে চলাচল করবে। বিআরটিসির এ সিদ্ধান্তের প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতির মুখে পড়বে। এছাড়াও জেলার পরিবহন সেক্টরে নৈরাজ্য দেখা দেবে।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মিসবাহ উদ্দিন বলেন, ‘আকস্মিকভাবে সিলেট সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়ায় ধর্মঘটের ডাকা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য সোমবার বেলা ১১টায় পরিকল্পনা মন্ত্রীর সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিআরটিসির চারটি উন্নত মানের বাস সার্ভিস উদ্বোধন করার কথা রয়েছে। এ রুটের বাস যাত্রীদের উন্নত মানের সেবা দেওয়ার জন্য এগুলো চালুর সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে।