বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
প্রতি ভরি ভালো মানের সোনার দর ১ হাজার ৪০০ টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দর ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাংলাদেশে শীতকালকে বিয়ের মৌসুম হিসেবে ধরা হয়। এটা হেমন্তের মধ্যভাগ থেকেই মৌসুম শুরু হয়ে যায় বলে জানান ব্যবসায়ীরা।দুই মাস আগে সোনার দাম কমানো হয়েছিল।প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৯ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৮৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৫ হাজার ৬৬১ টাকা।রোববার পর্যন্ত প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ৪০ হাজার ৪৭৪ টাকা দরে বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২৪ হাজার ৭৮৬ টাকা দরে।