মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
কালের খবর রিপোর্ট :
বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, লন্ডনে বাংলাদেশ সরকার প্রধানের বক্তব্যে প্রমাণ হয়, ‘খালেদা জিয়াকে প্রতিহিংসা বশতই কারাগারে রাখা হয়েছে।’
জাতীয় প্রেসক্লাবে শনিবার (৪ মে) দুপুরে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা ও রাজপথ উত্তপ্ত করা ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়।
খন্দকার মাহাবুব বলেন, এটাই আমরা বুঝতে পারছি যে বেগম জিয়াকে রাজনৈতিক উদ্দেশে, রাজনৈতিক কারণে জেলে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী যখন লন্ডনে এই বেফাঁস কথাটি বলে ফেললেন, এখানেই তিনি শপথ ভঙ্গ করলেন।
তিনি আরও বলেন, আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি হবে না। তাকে মুক্ত করলে হলে হয় সরকারের সদিচ্ছা থাকতে হবে, আর নয়তো রাজপথ উত্তপ্ত করতে হবে।