বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
কালের খবর :
শুক্রবার বিকাল ০৪ ঘটিকায় প্রেসক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খাঁনকে সভাপতি করে ও আর্টিষ্ট মোঃ হেকিম মিয়াকে সহ সভাপতি করে তাড়াইল সাহিত্য সংসদের আয়োজনে “উজান ভাঁটি ” সাপ্তাহিক সাহিত্য আসর আনন্দঘন পরিবেশের মাধ্যামে অনুষ্টত হয়। “সত্য ও সুন্দরের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছড়াকার ও মুক্তিযুদ্ধ গবেষক ছাদেকুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্টানে তিনি,বলেন সাহিত্য ও জীবন একে অপরের পরিপূরক সাহিত্য ছাড়া জীবন চলেনা। সমন্বয়ক ওয়াসিম উদ্দিন সোহাগ এর ব্যবস্হাপনায় অনুষ্টানে কবিতা,ছড়া, গান কৌতুক পরিবেশন করা হয়। এছাড়াও সাহিত্য সম্পর্কে গুনিজনেররা তাদের নিজস্ব ভাবনার কথা উল্লেখ করে অনুষ্টানে উপস্হিত সকলকে সাহিত্যর দিকে অগ্রসর হওয়ার জন্য উদ্ভুদ্ধ করেন। সাহিত্যক, গবেষক,ও কলাম লেখক, ডাঃ আক্কাছ উদ্দিন ওরফে আল মেহেদি তার রচিত সনেট পাঠ করেন। সভাপতি তার সমাপনি বক্তব্য– উপস্হিত সকলের কবিতা,গান, ছড়া,কৌতুকের ভূয়সি প্রশংসা করেন ও তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেন।
অনুষ্টানে অন্যন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, মহিলা কবি হোসনে আরা পুতুল,ব্রাকের দামিহা ইউনিয়নের পি,কে রনি আক্তার, কবি,ও গীতিকার শাহ আলম সাংবাদিক রুহুল আমিন প্রমূখ।