রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
কালের খবর নিউজ:
মঙ্গলবার দিনগত রাত ১২টার পর থেকে ঘন কুয়াশার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১২টা থেকে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোদ উঠলে এবং কুয়াশা কমলে বিমান চলাচল ফের স্বাভাবিক হবে। এয়ার ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান এ তথ্য জানান।বিমানবন্দরে চীন, সিঙ্গাপুর, কুয়েতসহ ৬টি আন্তর্জাতিক রুটে চীন- সাউদার্ন, কুয়েত এয়ারওয়েজ, এয়ার এশিয়া, মালিন্দো, এমিরেটস ও বিজি রিয়াদের ৬টি ফ্লাইট উড্ডয়নের অপেক্ষায় রয়েছে বলে জানান। আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ১১টি ফ্লাইট ডিলে হয়েছে। যার মধ্যে জেদ্দা থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে।