রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট, কালের খবর : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক পরিষদ। এক শোক বার্তায় জাতীয় সাংবাদিক পরিষদ’র সভাপতি এম আই ফারুক আহমেদ,সহ সভাপতি মো:রিয়াদুল হোসেন আফজাল,, সহ সভাপতি মো.সাইদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সালমান যায়েদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আকবর গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা বলেন- শাহ আলমগীরের নীতি ও আদর্শ সাংবাদিকদের জন্য অনুস্মরণীয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশের মিডিয়া জগৎ একজন অভিভাককে হারাল।