রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
কালের খবর নিউজ:
সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।গত ১৮ নভেম্বর টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় এমপিকে বহনকারী মাইক্রোবাসটি। গোলাম মোস্তফা মাথায় গুরুতর আঘাত পান। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।এতে সংসদ সদস্য ও তার গাড়ির আরোহীরা আহত হন।গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আঁততায়ীর গুলিতে নিহত হন। তার শূন্য আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মোস্তফা।